Monday | 27 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 27 October 2025 | Epaper
BREAKING: মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি      মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু      ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১,১৪৩ জন      মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, থাকবে চাকরির সুযোগ      উত্তরা-আগারগাঁও মেট্রো চলাচল শুরু      একজনের সাতটির বেশি সিম নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা      মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ      

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী: র‍্যাব-১১

Published : Thursday, 5 June, 2025 at 5:36 PM  Count : 89

ঈদের ছুটিতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঘরমুখো মানুষ ইতোমধ্যেই গ্রামের বাড়ির পথে রওনা হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেশি থাকলেও কোথাও তেমন কোনো যানজট দেখা যায়নি। মহাসড়ক যানজটমুক্ত রাখতে র‍্যাব-১১, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের একাধিক টিম সড়কে কাজ করছে।

রাজধানী থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ৩৩টি রুট ব্যবহার করে পূর্বাঞ্চলের ১৮ জেলার মানুষ ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন। এই মহাসড়ককে যানজট, দুর্ঘটনা, ছিনতাই ও ডাকাতিমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে।

এদিকে র‍্যাব-১১ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি পরিচালনা করছে। র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ. এম. সাজ্জাদ হোসেন জানান, "মহাসড়কে বর্তমানে কোনো যানজট নেই, তবে গাড়ির চাপ কিছুটা বেশি। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে কাজ করছে।"

তিনি আরও বলেন, “এই মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে আমরা আগ্রাসী এবং বিস্তৃত পেট্রোল ডিউটি পরিচালনা করছি। ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে আমাদের কার্যক্রম তিনটি ধাপে ভাগ করা হয়েছে। এরমধ্যে ঈদের পূর্ববর্তী ধাপ ইতোমধ্যে শুরু হয়েছে। এছাড়াও ঈদের দিন ও ঈদ-পরবর্তী সময়েও আমাদের চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি চলবে। শহরকেন্দ্রিক গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও একইভাবে পেট্রোল ডিউটি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।”

এসএস/আরএন



LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close