পঞ্চগড়ে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এম আর সরকারি কলেজ সড়কের পরস্পর'র প্রশিক্ষণ কেন্দ্রে এ সভার আয়োজন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), পঞ্চগড় জেলা শাখা।
সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে এবং ক্যাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাজিমউদ্দীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুদ-উদ-দৌলা।
সভায় প্রধান আলোচক ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও বিকাশ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক এম আলাউদ্দীন প্রধান, ডেমোক্রেসিওয়াচ-এর আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদ, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, বাংলাদেশ জাসদের জেলা সম্পাদক সুভাষ চন্দ্র রায়, শিক্ষক সাদেকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করতে গ্রাম পর্যায়ে সচেতনতামূলক সভার আয়োজন জরুরি। পাশাপাশি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আরও সক্রিয় হয়ে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানান তারা।
এ ছাড়া বক্তারা আইনকে যুগোপযোগী করা, ক্যাবের কার্যক্রম সম্প্রসারণ, এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জনবল বাড়ানোর দাবি জানান।
এসআই/আরএন