লালমনিরহাটের পাটগ্রামে দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা। সোমবার রাত ৯ টার দিকে পাটগ্রাম উপজেলার রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ইউসুফ আলী (৭০) ভারতের আসামের দড়ং ও শামসুল হক (৬৫) চিরাং জেলার বাসিন্দা।
তাদের ভাষ্যমতে, এক সপ্তাহ আগে বুড়িমারী সীমান্ত দিয়ে রাতে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর বুড়িমারী স্টেশনে ট্রেনে উঠে লালমনিরহাটে পৌঁছায় ইউসুফ ও শামসুল। এরপর পুনরায় বুড়িমারী স্টেশন অভিমুখে আসার পথে পাটগ্রাম স্টেশনে নামেন। প্রায় এক সপ্তাহ ধরে এভাবে তারা ঘুরে ঘুরে এখন পাটগ্রাম স্টেশনে অবস্থান করছেন।
তাদের দাবি, একটা গাড়ি থেকে মোট পাঁচ জনকে বাংলাদেশে জোর করে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ। এদের মধ্যে তারা দু'জন একসাথে ছিলেন। এছাড়া অন্য একটি গাড়িতে আরও বেশ কয়েকজনকে পুশ ইন করার জন্য বিএসএফকে প্রস্তুতি নিতে দেখে তারা।
এদিকে সীমান্তের সূত্র বলছে, তারা মূলত লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। এরপর তারা ট্রেনযোগে পাটগ্রাম স্টেশনে আসেন।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসনকে অবগত করা হলে ঘটনার প্রায় ৩ ঘন্টা পেরিয়ে গেলেও কারও উপস্থিতি দেখা যায়নি।
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিষয়টি বিজিবিকে জানানোর পাশাপাশি তাদেরকে আমরা নজরদারির মধ্যে রেখেছি। বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দু'জন ভারতীয়কে ফেরত পাঠানোর চেষ্টা চলছে।
এমএস/এমএ