Monday | 27 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 27 October 2025 | Epaper
BREAKING: মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি      মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু      ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১,১৪৩ জন      মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, থাকবে চাকরির সুযোগ      উত্তরা-আগারগাঁও মেট্রো চলাচল শুরু      একজনের সাতটির বেশি সিম নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা      মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ      

দিনাজপুরে বাস কাউন্টারকে জরিমানা

Published : Monday, 2 June, 2025 at 9:20 PM  Count : 122

ঈদ-পরবর্তী ঢাকামুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যৌথ অভিযানে তিনটি পরিবহন প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ জুন) দিনাজপুর শহরের কালিতলা কোচ কাউন্টারে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান চলাকালিন সময় ঢাকা রুটের বাস কাউন্টারগুলোতে টিকিটের মূল্য যাচাই ও তদারকি করেন কর্মকর্তারা। অভিযানে অনেক পরিবহন প্রতিষ্ঠান মূল্য তালিকা প্রদর্শন না করা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার প্রমাণ মেলে। মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী আহাদ এন্টারপ্রাইজ ও শ্যামলী এনআর ট্রাভেলস-কে ৩হাজার টাকা করে মোট ৬হাজার জরিমানা করা হয়।

এছাড়া হেরিটেজ এন্টারপ্রাইজ-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী টিকেট থাকার পরও টিকেট না দেয়ায় ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এছাড়াও অন্যান্য পরিবহনের কাউন্টারগুলোতে সতর্কতাসহ সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা বিতরণ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার মোঃ ফয়জুর রহমান ফয়েজ এবং আদনান কবির উদয়। তাকে সার্বিক সহযোগীতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলার সহকারী পরিচালক বোরহানউদ্দিন ও বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক জয়নাল আবেদীন।

অভিযানে কর্মকর্তারা যাত্রীদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক করেন। তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এএইচএম/এসআর
সম্পর্কিত   বিষয়:  দিনাজপুর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close