লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে সে সময় জাতীয় পার্টির কার্যালয়ে কেউই উপস্থিত ছিল না বলে জানা গেছে।
শনিবার রাত ১১টার দিকে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়স্থ জাপা'র কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ৫-৭টি মোটরসাইকেলযোগে ১৪ থেকে ১৫ জন লোক এসে জাতীয় পার্টির কার্যালয় ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লুটপাট করে। কিছু জিনিসপত্র বাইরে বের করে কার্যালয়ে আগুন জ্বালিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এতে আশপাশের মার্কেটের দোকান বাঁচাতে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে পুড়ে যায় জাপা কার্যালয়। পরে সদর থানার পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি তদন্ত করে চলে যায়।
ঘটনাস্থলে আসা লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, 'স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিসে ভাঙচুর, লুটপাট ও যাবতীয় জিনিসপত্র পুড়ে গেছে।'
কারা এ ঘটনায় ঘটাতে পারে তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ওয়াদুদ হোসেন বলেন, 'একটি নম্বর থেকে পার্টি অফিসে আগুন দেয়ার খবর আসে। কিছুক্ষণ পরে একই নম্বর থেকে আগুন নিভিয়ে ফেলার খবর দেয়। এ কারণে আমাদের কোনো ইউনিট সেখানে কাজ করেনি।'
সদর থানার ওসি নুর ইসলাম জাপা অফিসে আগুন লাগার ঘটনাটি রাত ১০টা ৪০ মিনিটে শুনেছেন বলে জানিয়েছেন। তবে এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।
এমএস/এমএ