ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়-ক্ষতি এড়াতে ভোলার চরফ্যাশন জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার সম্মেলন কক্ষে প্রশাসন ও সুশীলন এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি।
সুশীলন বাংলাদেশ দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়া দান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ কর্মসূচি পালন করাচ্ছে।
ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, 'ঘূর্ণিঝড শক্তি মোকাবেলায় ইতিমধ্যে চরফ্যাশন উপজেলায় ২৬৫টি আশ্রয়কেন্দ্র ও চারটি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ৩০০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য প্রস্তুতসহ ২১ মেডিকেল টিম এবং গবাদিপশুর জন্য ২১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।'
তিনি বলেন, 'দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকের সহায়তায় ত্রাণ তহবিলে মজুদ আছে চাল, শুকনো খাবার। এছাড়াও নগদ টাকা রাখা হয়েছে। এগুলোর মাধ্যমে দুর্যোগ কবলিতদের সব ধরনের সহায়তার ব্যবস্থা করা হবে।'
তিনি আরও বলেন, 'ঘূর্ণিঝড় শক্তিকে ঘিরে উপজেলা কর্মরত সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কোস্ট গার্ড, নৌ বাহিনী, পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।'
রাসনা শারমিন মিথি বলেন, 'প্রত্যেক ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। তাদেরকে ঘূর্ণিঝড় মোকাবেলায় আরও সক্রিয় ভাবে কাজ করতে হবে। আমরা সকলেই ঘূর্ণিঝড়ের পূর্ব মুহূর্তে প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় শক্তি আসার সম্ভাবনা আছে সে লক্ষ্যে ইউনিয়ন
পরিষদে বিশ্ব খাদ্য কর্মসূচি সহযোগিতায় যে সরঞ্জামগুলো দেওয়া আছে তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি শিপুফরাজী, উপজেলা ত্রাণ ও দূর্যোগ কর্মর্কতা জিএম অলিউল ইসলাম ,উপজেলা কৃষি
কর্মর্কতা, সুশীলন প্রকল্পের চরফ্যাশন উপজেলার সমন্বয়কারী মো. বুলবুল আহমেদসহ চরফ্যাশনে কমরত বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মীরা।
সুশীলনের প্রকল্পের উপজেলার সমন্বয়কারী মো. বুলবুল আহমেদ প্রথমে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, যেকোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঘূর্ণিঝড়ের
পূর্ব প্রস্তুতি বাঁচায় প্রাণ, কমায় ক্ষয়ক্ষতি। মানুষকে সব সময় ঘূর্ণিঝড় আগাম সতর্কতা সংকেত দেয়ার প্রচেষ্টা থাকতে হবে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী সময়ে মানুষ যাতে আশ্রয় কেন্দ্রে আসে এবং দুর্যোগের পূর্ব মুহূর্তে সক্রিয় ভাবে প্রস্তুতি নেয়।
এসএফ/এমএ