সাভারে পৌর এলাকার কোটবাড়ী মহল্লায় দূর্জয় মিয়া নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে সাভার পৌরসভা এলাকার কোটবাড়ি মহল্লা থেকে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত দুর্জয় মিয়া (৪০) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোলপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দীনের ছেলে। সে সাভার পৌর এলাকার কোটবাড়ি মহল্লার আবুল হোসেনের বাসায় ভাড়া থেকে রাজধানীর কাওরানবাজারে সবজির ব্যবসা করতো বলে জানা গেছে।
নিহতের স্ত্রী বিলকিস জানায়, দুর্জয় সোমবার রাত ১১টার দিকে কাওরানবাজার থেকে বাসায় ফিরে খাবার খায়। পরে রাত ১ টার দিকে সিগারেট কেনার জন্য দোকানে গিয়ে সারারাত আর বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে সকালে বাসা থেকে বেশ কিছু দূরে দুর্জয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করে এবং পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রতিবেশী নজরুল ইসলাম বলেন, সকালে বাসা থেকে বেশ কিছু দূরে দুর্জয় মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে স্বজনরা গিয়ে নিহতের পরিচয় সনাক্ত করে এবং পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে কারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে এবং হত্যার কারণ অনুসন্ধানসহ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
ওএফ/এসআর