আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২৬ মে) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২৭ মে মঙ্গলবার সচিবালয়ে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবে না।
সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের পাশাপাশি একই দিনে নবগঠিত রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ সচিবালয়ের বাইরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।
এদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "সচিবালয়ের কর্মকর্তারা যদি তাদের 'ক্যু' অব্যাহত রাখেন, তবে তাদের পরিণতিও হবে পতিত হাসিনার মতো।"
সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ‘ক্যান্টনমেন্ট’ হিসেবে পরিচিত সচিবালয়ের ‘ক্যু’ সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে যারা হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করছেন, তাদের উদ্দেশে বলছি—আপনারা যদি এই ‘ক্যু’ অব্যাহত রাখেন, তাহলে আপনাদের পরিণতিও হবে পতিত হাসিনার মতো।”
তিনি আরও লেখেন, “বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে। সুতরাং, সাবধান।”
আরএন