সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার (২৫ মে) সন্ধ্যায় স্থানীয় ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা, নজরুল সম্মাননা স্মারক প্রদান ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুর শ্রাবণী সংগীত বিদ্যালয় এ সব আয়োজনের আয়োজন করে।
সন্ধ্যার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুর শ্রাবণী সংগীত বিদ্যালয়ের পরিচালক, বেতার ও টেলিভিশন শিল্পী ওস্তাদ ছালামত হোসেন চৌধুরী রীনা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগীত বিদ্যালয়ের সভাপতি শাহান সাখাওয়াত চৌধুরী এবং সঞ্চালনা করেন সাবেক উপাধ্যক্ষ আব্দুর রফিক।
আলোচনায় জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নিয়ে বক্তব্য রাখেন শাহজাদপুর মহিলা জামিরতা কলেজের সহকারী অধ্যাপক সৈয়দ আনিসুজ্জামান, করতোয়া কলেজের প্রভাষক সৈয়দ নাছিমা জামান, প্রধান শিক্ষক কামরুন নাহার লাকি, সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত প্রমুখ।
আলোচনা সভা শেষে সুর শ্রাবণী সংগীত বিদ্যালয়ের পক্ষ থেকে দেশের স্বনামধন্য টিভি ও বেতার শিল্পী, বেলকুচি উপজেলার শিল্পী বিশ্বাস, সংগীতশিল্পী আবদুল্লাহ আল মামুন, মেজবাহ রানা, রীলা চৌধুরী, সৈয়দ আনিসুজ্জামান, হানিফ মোহাম্মদ, ভবেশ সূত্রধর, রিয়াকুল সিরাজীসহ জেলার ১৫ জন সংগীতশিল্পী ও তবলা বাদককে নজরুল সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি ড. তানভীর আহমেদ শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পরে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সংগীত বিদ্যালয়ের বেতার ও টেলিভিশন শিল্পীসহ আমন্ত্রিত শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন করেন।
এসবি/আরএন