ফেনী সদর মডেল থানায় যানবাহন ও মোটরসাইকেল চুরিসহ ২০টিরও অধিক মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল হান্নান ওরফে লিটন (৩১) কে শহরের মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, ফেনী ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২৬ মে) রাত ২টা ৪৫ মিনিটে ফেনী পৌরসভার মিজান রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আব্দুল হান্নান ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
সোমবার দুপুরে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার চোর। এর আগেও সে একাধিকবার ছিনতাই ও চুরির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। সে আন্তঃজেলা সিএনজি চালিত যানবাহন ও মোটরসাইকেল চুরি চক্রের মূল হোতা হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল থেকে ফাজিলপুর মুহুরী সেতু পর্যন্ত এলাকায় সিএনজি চালিত যানবাহন ও মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে ২০টিরও অধিক মামলা চলমান রয়েছে।
এছাড়াও, ফেনী মডেল থানায় দায়েরকৃত একটি মামলায় (নম্বর-২৫/২৮৬, তারিখ: ১০ মে ২০২৫, ধারা: ৩৭৯, পেনাল কোড ১৮৬০) গ্রেফতারের জন্য ওয়ারেন্ট ছিল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এটি/আরএন