Monday | 27 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 27 October 2025 | Epaper
BREAKING: এল ক্লাসিকোয় রিয়ালের জয়      মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি      মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু      ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১,১৪৩ জন      মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, থাকবে চাকরির সুযোগ      উত্তরা-আগারগাঁও মেট্রো চলাচল শুরু      একজনের সাতটির বেশি সিম নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা      

বাজারে এলো রিয়েলমি'র ২ স্মার্টফোন

Published : Wednesday, 14 May, 2025 at 2:46 PM  Count : 265

তরুণদের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি কোম্পানিটির সর্বশেষ ‘পাওয়ার হাউজ’ স্মার্টফোন ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ বাংলাদেশে উন্মোচিত হয়েছে। ‘রিয়েলমি ১৪ ৫জি’ গ্রাহকদের দেবে ‘আল্টিমেট’ স্পিড ও ইফিশিয়েন্সি। এই ডিভাইসের মাধ্যমে গ্রাহকরা পাবেন নির্বিঘ্ন ডাউনলোড, ‘ল্যাগ-ফ্রি’ গেমিং, স্মুথ স্ট্রিমিং, ব্লেজিং-ফাস্ট ৫জি কানেক্টিভিটি, উভয় সিম স্লটে  ‘ডুয়েল-মুড ৫জি’ ফিচারসহ সবকিছুতেই দ্রুতগতির ‘নেক্সট-জেনারেশন’ এক্সপেরিয়েন্স।

স্মার্টফোনের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ ৫জি চিপসেট ব্যতিক্রমী ও অসাধারণ প্রসেসিং পাওয়ার প্রদান করে। এতে করে চাহিদা অনুযায়ী নিত্যদিনের রুটিনমাফিক কাজসহ গ্রাফিক্স-ইনটেনসিভ গেমস দারুণ স্বাচ্ছন্দ্যে খেলা যায়। একইসঙ্গে সম্ভব হয় নির্বিঘ্ন মাল্টিটাস্কিং ও রেসপন্সিভ পারফরম্যান্স। সর্বোচ্চ ১২জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ‘রিয়েলমি ১৪ ৫জি’ ইউজারকে আরও বেশি স্টোরেজ, পাশাপাশি বিভিন্ন অ্যাপে দ্রুত সুইচ করার মতো সুবিধা দেবে এবং ডাইনামিক র‍্যাম এক্সপেনশন স্মার্টফোনটিকে করবে আরও কার্যকর ভাবে ব্যবহার উপযোগী।

এই মোবাইলে আরও রয়েছে- ৪৫ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ও ৬০০০এমএএইচ টাইটান ব্যাটারি, যা দ্রুতই স্মার্টফোনকে পূর্ণ চার্জ হতে সাহায্য করে। এতে ব্যাটারির চার্জ ফুরিয়ে যাবার ভাবনা ছাড়াই নিশ্চিন্তে গ্রাহকরা ডিভাইসটি ব্যবহার করতে পারেন।

এছাড়া, স্মার্টফোনটির ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে গ্রাহকদের আল্ট্রা-স্মুথ স্ক্রলিং এবং প্রাণবন্ত ভিজুয়্যালের অভিজ্ঞতা দেবে। ব্যবহারকারীরা আরও উপভোগ করতে পারবেন- ফ্লুইড এনিমেশন, রেসপন্সিভ টাচ এক্সপেরিয়েন্স, আইডিয়াল মাল্টিমিডিয়া অ্যান্ড গেমিং।

নান্দনিক সব ছবি ক্যামেরাবন্দি করতেও সিদ্ধহস্ত ‘রিয়েলমি ১৪ ৫জি’। এই ডিভাইসের ‘ভার্সেটাইল’ ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা স্পষ্ট ও নিখুঁত ছবি উপহার দেয় এবং বাড়তি লেন্স ও ইন্টেলিজেন্ট এআই ফিচার স্মার্টফোনপ্রেমীদের সৃজনশীলতা প্রকাশে সহায়তা করে।

আর ‘রিয়েলমি ১৪টি ৫জি’ নৈমত্তিক কাজ ও বিনোদনের সেরা অভিজ্ঞতাকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এটির মাধ্যমে গ্রাহকরা দ্রুতগতির ডাউনলোড, স্মুথ স্ট্রিমিং এবং নির্ভরযোগ্য ৫জি পারফরম্যান্সে উন্নত অনলাইন এক্সপেরিয়েন্স পাবেন। এই ডিভাইসে রয়েছে- কার্যকরী মিডিয়াটেক ডাইমেনেস্টি ৬৩০০ ৫জি চিপসেট, একটি অক্টাকোর প্রসেসর। যা স্মুথ মাল্টিটাস্কিংয়ের জন্য পাওয়ার ও ইফেসিয়েন্সির ভারসাম্য রক্ষা করে।

এই ফোনের ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে স্মুথ স্ক্রলিং এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এই মোবাইলেও রয়েছে- ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ৬০০০ এমএএইচ দীর্ঘস্থায়ী ব্যাটারি।

এই ডিভাইসটিতে রয়েছে- এআই সক্ষমতার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যেটি বেশি বা বেশি ভারসাম্যহীন আলোতেও আকর্ষণীয় ছবি তুলতে সক্ষম।

৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজের ‘রিয়েলমি ১৪টি ৫জি’ চাহিদা অনুযায়ী গ্রাহকদের দিচ্ছে পর্যাপ্ত মোমোরি ও স্টোরেজ। যা কি না ডাইনামিক র‍্যাম এক্সপ্যানশনের মাধ্যমে গ্রাহকের মাল্টিটাস্কিং অভিজ্ঞতাকে করে তোলে অনন্য।

‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ দুটি ডিভাইসই দেখতে দৃষ্টিনন্দন এবং আধুনিক ডিজাইনের। পারফরম্যান্স ও নান্দনিকতার অসাধারণ সমন্বয়ে রিয়েলমির প্রতিশ্রুতি যেটি পুর্নব্যক্ত করে। এই ডিভাইস দুইটিতে আরও রয়েছে- অ্যান্ডয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০, যা ব্যবহারকারীদের স্মুথ ও কাস্টমাইজেবল এক্সপেরিয়েন্স দেয়। 

এছাড়া, এ দুটি ডিভাইসেই রয়েছে- সেরা মানের আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যা কি না স্মার্টফোনকে অভাবনীয় স্থায়িত্ব প্রদান করে।

‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ এর বাজার মূল্য যথাক্রমে ৪১ হাজার ৯৯৯ টাকা ও ৩১ হাজার ৯৯৯ টাকা।

এমএ
সম্পর্কিত   বিষয়:  রিয়েলমি   স্মার্টফোন  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close