কক্সবাজারের মহেশখালীতে রফিক আহমদ ওরফে মামুন (৩৮) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে উপজেলার কালামারছড়া ইউনিয়নের মারাক্কাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মামুন উপজেলার কালামারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা গ্রামের মৃত মনসুর আলমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে মামুনকে গুলি করে হত্যার পর সিএনজিচালিত অটোরিকশায় করে মারাক্কাঘোনা সড়কে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মামুন যুবদলের সঙ্গে জড়িত ছিলেন। কয়েক বছর আগে তাঁর পিতা সন্ত্রাসীদের হাতে খুন হয়।
নিহতের মামাতো ভাই মোহাম্মদ মোস্তফা জানান, "গুলিবিদ্ধ মামুনকে চট্টগ্রাম নেওয়ার পথে মৃত্যু হয়। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।"
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, "রফিক আহমদ মামুনসহ ৪-৫ জনের একটি অপরাধী চক্র রয়েছে। তারা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। মামুনকে জীবিত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানোর পথে তিনি মারা যান। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি," বলে জানান তিনি।
ওসি আরও বলেন, নিহত যুবক মামুনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।
এসইউ/আরএন