দিনাজপুরের পার্বতীপুরে চুরির অপবাদে রবিউল ইসলাম কালু (২৪) নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর চাচা রাসেল আলী বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
সম্প্রতি উপজেলার মোমিনপুর ইউনিয়নে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। এ বিষয়ে পার্বতীপুর মডেল থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, বেশ কয়েকদিন আগে উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর খোড়াখাই নজের পাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মঞ্জুরুল ইসলামের বাগান থেকে বেশ কিছু সুপারী চুরি হয়। ঈদের দিন সকালে, স্থানীয় যশাই মোড় থেকে সাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন একই এলাকার আমজাদ আলীর ছেলে রবিউল ইসলাম কালু। এ সময় সুপারী চুরির অপবাদ দিয়ে ওই যুবকের গতিপথ রোধ করে মৃত থেলু মিয়ার ছেলে মোছাদ্দেকুল ইসলাম (৫৫), তার ছেলে নিশাত (৩০), চুনু মিয়া (৫০) সহ বেশ কয়েকজন তাকে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে রশি দিয়ে গাছের সাথে বেঁধে মারপিট করা হয়।
চাঞ্চল্যকর এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রবিউল ইসলামকে গাছের সাথে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে মারপিট করা হচ্ছে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লেও তার ওপর আঘাত অব্যাহত থাকে। পরে রবিউলের বাড়িতেও অগ্নি সংযোগ করা হয়। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ভুক্তভোগীর চাচা রাসেল আলী বাদী হয়ে শুক্রবার রাতে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে ১৯ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে, অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি, ফলে তাদের মতামত জানা সম্ভব হয়নি।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম। তিনি বলেন, একই ঘটনায় আরও একটি মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএম/আরএন