ফেনীতে ঈদের দিনে দুপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হয়।
সোমবার (৩১ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকার সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাকিবুল হাসান (২৪) নামের এক তরুণ প্রাণ হারান। এসময় তার সঙ্গে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
নিহত সাকিবুল হাসান চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে।
আহতরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানি গ্রামের ইউসুফের ছেলে রায়হান (২২) ও একই গ্রামের বেলালের ছেলে শাকিল আহমেদ (২৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহীর মধ্যে একজনের ঘটনাস্থলেই নিহত হন। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে আহত দুই জনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এসআই) বিশ্বরূপ দাশ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে তার পরিবার মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় আহত দুইজন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
আরএন