ময়মনসিংহের গৌরীপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গৌরীপুর উপজেলার সীমান্তবর্তী নেত্রকোনা সদর এলাকার বিশিউড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত মোঃ সিদ্দিক (৫৫) গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কড়েহা লোনাপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী মোঃ সিদ্দিক মিয়া শিশুটিকে নতুন খেলা শেখানোর কথা বলে লাউ ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার-চেঁচামেচি শুরু করলে তার মা ও দাদী ঘটনাস্থলে ছুটে যান। তখন সিদ্দিক পালিয়ে যান।
শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসা শেষে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ৯ মার্চ শিশুটি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি হাসপাতালেই চিকিৎসাধীন।
এদিকে, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি পক্ষ সালিশ-দরবারের আয়োজন করার অভিযোগ উঠেছে।
বুধবার শিশুটির বাবা বাদী হয়ে সিদ্দিক মিয়াকে আসামি করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং- ০৬)। ওই রাতেই পুলিশ অভিযুক্ত সিদ্দিক মিয়াকে গ্রেফতার করে।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পুলিশের জাতীয় হটলাইনে খবর পাওয়ার পর অভিযুক্ত সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। যারা সালিশ-দরবারের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান ভিকটিমের বাড়ি পরিদর্শন করে খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এসআই/আরএন