Monday | 27 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 27 October 2025 | Epaper
BREAKING: মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি      মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু      ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১,১৪৩ জন      মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, থাকবে চাকরির সুযোগ      উত্তরা-আগারগাঁও মেট্রো চলাচল শুরু      একজনের সাতটির বেশি সিম নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা      মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ      

রমজানে ভোগ্যপণ্যের দামে রোজাদারদের স্বস্তি

Published : Tuesday, 11 March, 2025 at 2:59 PM  Count : 279

গত বছরে রমজানে গাইবান্ধার বাজারে অস্থিতিশীল ছিল ভোগ্যত্যপণ্যের দাম। ক্রয় ক্ষমতার বাইরে থাকা এই দামে অস্থির ছিলেন ভোক্তারা। কিন্তু চলতি পবিত্র মাহে রমজানে এসে সেই অগ্নিমূল্যের প্রায় অর্ধেকে নেমেছে পণ্যের দাম। এখন স্থিতিশীল পণ্যের বাজারে রোজাদারদের মাঝে ফিরেছে স্বস্তির নিঃশ্বাস। একইসঙ্গে অধিক পরিমাণে ভোগ্যপণ্য বিক্রি করতে খুচরা ব্যবসায়ীরাও খুশি।  

মঙ্গলবার সরেজমিনে গাইবান্ধা শহরের পুরাতন বাজারসহ জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, ভোগ্যপণ্যের দোকানে ভোক্তাদের ভিড়। এখানে ব্যাপক পরিমাণ আমদানি থাকায় দাম রয়েছে স্বাভাবিক। আর চাহিদা মতো ক্রেতারা কিনছেন সবজিসহ বিভিন্ন ভোগ্যপণ্য।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছর রমজান মাসে শাক-সবজি ও বিভিন্ন খাদ্যপণ্যের চাহিদা থাকে দ্বিগুণ। চাহিদার সংঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দামও। কিন্ত চলতি রমজানে সেই দামের প্রভাব পড়েনি। বাজারে ব্যাপক সরবরাহ থাকায় দাম রয়েছে অনেকটা কম।   

বর্তমানে প্রতি কেজি আলু ১৫ টাকা, বেগুন ১৫ থেকে ২০ টাকা, টমেটো ১০ টাকা, শিম ২৫ টাকা, বাঁধাকপি ৩ টাকা, ফুলকপি ১০ টাকা, ঢেড়স ৪০ টাকা, করলা ৮০ টাকা, গাজর ২০ টাকা, পেঁপেঁ ১৫ টাকা, লাউ ১০ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, শসা ২০ টাকা, পটল ৮০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, আদা ১২০ টাকা, রসুন ৭০ টাকা, ব্রয়লার মাংস ১৭০ টাকা, ছোলা ১০০ টাকা, চিনি ১২০ টাকা, মসুর ডাল ১০০ টাকা কেজি ও ব্রয়লার ডিম ১০ টাকা পিস দামে বিক্রি হচ্ছে। এছাড়া গরু-ছাগলের গোশত ও মাছের দামও স্থিতিশীল রয়েছে। যা সবজিতে গত বছর কেজিতে দাম ছিল দ্বিগুণ।     

বিগত কয়েক বছরের মধ্যে এ বছর ভোগ্যপণ্যের সহনশীল দামে পবিত্র মাহে রমজানে বেশ স্বস্তিতে আছেন বলে জানালেন মোহাম্মদ আলী নামের এক ব্যক্তিসহ একাধিক ভোক্তা। 

খুচরা বিক্রেতা মমিনুর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার শাক-সবজির দাম অনেকটা কম রয়েছে। এতে করে ক্রেতারা চাহিদা মোতাবেক কিনছেন। ফলে বিক্রি ও লাভ থাকছে বেশী। 

মসলা, ছোলা, চিনি ও ডাল বাজার স্থিতিশীল রয়েছে। এতে ভোক্তারা নির্বিঘ্নে কিনতে পারছেন বলে জানালেন সাদুল্লাপুর বাজারের মুদির দোকানী আব্দুর রাজ্জাক রাজা। 

ধাপেরহাট এলাকার কৃষক আব্দুল লতিফ প্রধান বলেন, এ বছর রবিতে আলুসহ অধিক পরিমাণ জমিতে সবজি আবাদ করেছেন। উৎপাদনও হচ্ছে ভালো। তাই দামে কিছুটা কম হলেও গত বছরের মতই লাভ থাকছে। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, রমজানকে ঘিরে বাজারে সিন্ডিকেট ঠেকাতে অভিযান চলছে। কেউ যাতে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট করতে না পারে সে বিষয়ে তদারকি অব্যাহত রয়েছে। 
 
-টিএইচ/এমএ
সম্পর্কিত   বিষয়:  গাইবান্ধা  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close