নীলফামারীর জলঢাকায় পুকুর খনন করার সময় একটি পুরানো বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার কৈমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বালাপাড়া এলাকায় রশিদুল ইসলামের পুকুর খননের সময় এটি পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে সেটি থানায় নিয়ে আসে।
জানা যায়, ওই এলাকার রশিদুল ইসলামের পুকুর খননের জন্য ভ্যাকু মেশিন দ্বারা মাটি কাটার সময় বিষ্ণু মূর্তিটি পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা বিজেন চন্দ্র রায় জানান, এটি পুরানো দিনের বিষ্ণু মূর্তি। এটি কষ্টিপাথরের কিনা তা পরীক্ষা করে দেখতে হবে।
এ ঘটনায় মাটি বহনকারী ট্রলির চালক খায়রুল ইসলাম বলেন, বুধবার বিকালে স্থানীয় বাসিন্দা রশিদুলের পুকুর থেকে মাটি ভ্যাকু দিয়ে উত্তোলন করার সময় মাটির মধ্যে শক্ত পাথরের মতো একটি ভাঙা মূর্তি দেখতে পাই। ভাঙা মূর্তিটি তুলে আমি রাস্তার পাশে রাখি। পরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বাবু রাম রায় (২৮) বিষ্ণু মূর্তির ধ্বংসাবশেষ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং সেগুলো পানি দিয়ে পরিষ্কার করে দেখতে পান এটি পুরানো দিনের বিষ্ণু মূর্তি।
বাবু রাম রায় জানান, আমি বিষ্ণু মূর্তির ধ্বংসাবশেষগুলো বাড়িতে নিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেখতে পেয়ে নিশ্চিত হই যে, এটি পুরানো দিনের বিষ্ণু মূর্তি। এ খবর ছড়িয়ে পড়লে তা দেখার জন্য মানুষের ভিড় লেগে যায়। পরে পুলিশ গিয়ে সেটি থানায় নিয়ে আসে।
থানা পুলিশের এস.আই. হাসান জানান, খবর পেয়ে ওসি স্যারের দিকনির্দেশনায় ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। যেহেতু এটি প্রত্নতত্ত্বের বিষয়, তাই এটি উদ্ধার করা পুলিশের দায়িত্ব। উর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেবেন।
এইচএস/আরএন