সাভারে রমজান মাসের কর্মঘণ্টা কমানো, ওভারটাইম প্রদান ও ১৩ স্টাফকে চাকরিচ্যুত করার প্রতিবাদসহ নানা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডায়নামিক সোয়েটার কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সাভারের উলাইল এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন বিক্ষোদ্ধ শ্রমিকরা।
এসময় শ্রমিকরা পার্শ্ববর্তী আনলিমা গার্মেন্টস, আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকদের রাস্তায় নেমে আসার আহ্বান জানায় আন্দোলনকারী শ্রমিকরা। কিন্তু অন্য কারখানার শ্রমিকরা তাতে সাড়া নায় বিক্ষোদ্ধ শ্রমিকরা আনলিমা গার্মেন্টস লক্ষ করে ইট-পাটকেল ছুঁড়ে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কের মূল লেন ছেড়ে ঢাকামুখী সার্ভিস লেনে অবস্থান নেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত ডিসেম্বর মাসে পিসরেটে মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করলে মালিকপক্ষ আশ্বাস দিয়েছিলেন মজুরি বাড়াবে। কিন্তু বাড়ায়নি। এছাড়া ওভারটাইমও বাড়ায়নি। এনিয়ে আমরা কারখানায় রবিবার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে মালিকপক্ষ আলোচনা করতে অস্বীকার করে এবং উল্টো সোমবার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দেয়। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি বলে জানান শ্রমিকরা।
শ্রমিকদের দাবিগুলো মধ্যে, বেতন ৯% হারে বাড়াতে হবে, হাজিরা বোনাস বৃদ্ধি করে ১ হাজার টাকা করার, রমজান মাসে ইফতারির বিল বাড়াতে হবে, বন্ধের দিন কাজ করালে ওভারটাইমের হারে বিল দিতে হবে। এছাড়াও ঈদ বোনাস বেতনের সম হারে প্রদান, বাৎসরিক ছুটির টাকা সম হারে দিতে হবে এবং ওভারটাইমের বকেয়া পাওয়া ও রমজান মাসে কর্মঘন্টা কমানো এবং কয়েক জন স্টাফের চাকরীচ্যুত করার দাবি রয়েছে।
রাসেল নামে এক শ্রমিক জানায়, ‘ম্যানেজমেন্ট আমাদের সাথে খারাপ ব্যবহার করে। দুই মাস আগে আমরা ১৩ দফা দাবিতে আন্দোলন করি। সেসময় কারখানার কর্তৃপক্ষ সব দাবি মেনে নিয়েছে বলে জানায়। কিন্তু তারা মূলত ২ টা দাবি মেনে নিয়েছে আর কোনো কিছু মানে নাই। ম্যানেজমেন্টের যে পিডি একটা বাটপার। তার জন্য আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে।
এর আগে গতকাল দুই মাসের বকেয়া বেতনের দাবিতে প্রতীক অ্যাপারেলস লিমিটেড নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের একই এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনীর আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুল কবির বলেন, সোমবার সকালে ডায়নামিক সোয়েটার কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তা অবরোধ করে। এসময় তারা পাশের একটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেছে। বিষয়টি জানতে পেয়ে আমরা পুলিশসহ সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে রবিবার রাতে বকেয়া মজুরির দাবিতে আরও একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন। তাদের বেতন দেয়া হবে আশ্বাস দেয়া হলে তারা চলে যান।
এছাড়া যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ওএফ/এসআর