সকল প্রশংসা মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে এ পৃথিবীতে পাঠিয়েছেন কেবলমাত্র তাঁরই ইবাদাত বন্দেগী করার জন্য। এই ইবাদাত বন্দেগী কিভাবে করতে হবে তা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
আমাদের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল ইবাদতসহ প্রতি মূহুর্তের আমলসমূহ কবুল হওয়ার জন্য শর্ত হল- তা আল্লাহ ও তাঁর রসূলের নির্দেশিত নিয়ম অনুযায়ী পালন করা। অর্থাৎ সকল ইবাদাত অবশ্যই সুন্নাত অনুযায়ী হতে হবে। ইবাদাত বন্দেগীর ক্ষেত্রে মানব রচিত কোনো নিয়ম অনুসরণ করা যাবে না।
আমাদের ফরজ ইবাদাতগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদাত হলো সওম বা রোজা।
মহান আল্লাহ্ তায়ালা কুরআন মাজিদে বলেন-
কেবলমাত্র সওমই নিরঙ্কুশ ভাবে একমাত্র মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের জন্য, কেবলমাত্র তাঁরই ভয়ে পালন করা হয়। অন্য সকল ইবাদাতের মধ্যে জানা অজানা ভাবে রিয়া প্রকাশের সুযোগ রয়েছে। এ জন্য মহান আল্লাহ্র তরফ থেকে সওম পালনের পুরষ্কার ও বিশেষত্বমন্ডিত রয়েছে।
এমএ