Monday | 27 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 27 October 2025 | Epaper
BREAKING: জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা      উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু      ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর-যানবাহনে অগ্নিসংযোগ       এল ক্লাসিকোয় রিয়ালের জয়      মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি      মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু      ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১,১৪৩ জন      

রমজানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নানা উদ্যোগ

Published : Wednesday, 26 February, 2025 at 5:24 PM  Count : 188

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া বলেছেন, যে দ্রব্যগুলো রমজানে ব্যবহার হয়, সেগুলোর ৩৯ শতাংশ বেশি আমদানি করা হয়েছে। সরকার এসব পণ্যের ট্যাক্স কমিয়ে দিয়েছে। এএফও-এর রিপোর্ট অনুযায়ী, ০.৯ সূচক কমেছে। তাই রমজানে দাম বাড়ার প্রশ্ন ওঠে না। আমরা আশা করছি, রমজানে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বেশি রাখবেন না।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে একটি মনিটরিং সেল করা হবে। আমরা একটি হটলাইন নম্বর দেব। কোনো ব্যবসায়ী যদি মূল্যতালিকার চেয়ে বেশি দাম রাখে, আমাদের জানাবেন, আমরা সম্মিলিতভাবে ব্যবস্থা নেব।

এছাড়া যানজট, হকার সমস্যা নিরসন, ছিনতাই প্রতিরোধসহ আইনশৃঙ্খলা উন্নয়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সমন্বিত কাজ করব। বিগত দিনের মতো এ বছরেও ব্যাপকভাবে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পবিত্র রমজান মাসে উদ্যোগ নেওয়া হবে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, সহসভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হানিফ মিয়া, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া শংকর কুমার সাহা, হাজী নুরুদ্দিন, শফিকুর রহমান লিটনসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসএস/আরএন
সম্পর্কিত   বিষয়:  নারায়ণগঞ্জ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close