মঙ্গলবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার ও মঙ্গলবার ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) আওতাধীন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি, ময়মনসিংহের হালুয়াঘাটের আইলাতলী বিওপি, বান্দরকাটা বিওপি, ধোবাউড়ার ঘোষগাঁও বিওপির বিজিবির টহলদল অভিযান চালিয়ে এসব ভারতীয় জিরা, চিনি, ফেনসিডিল জব্দ করে। জব্দ পণ্যের মূল্য প্রায় ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার ৩০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার ভোররাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে হালুয়াঘাটের আইলাতলী বিওপির রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কাভার্ডভ্যান ভর্তি ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। সোমবার বান্দরকাটার বেলতলী থেকে ২টি সাইকেল, ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি এবং নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়ার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। এদিকে, অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী এলাকায় যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
এমএস/আরএন