Monday | 27 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 27 October 2025 | Epaper
BREAKING: মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি      মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু      ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১,১৪৩ জন      মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, থাকবে চাকরির সুযোগ      উত্তরা-আগারগাঁও মেট্রো চলাচল শুরু      একজনের সাতটির বেশি সিম নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা      মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ      

বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১৬

Published : Saturday, 8 February, 2025 at 10:14 PM  Count : 125

বরগুনাআমতলী পৌরসভার বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টার দখলকে কেন্দ্র করে উপজেলা যুবদল ও পৌর বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে। গুরুতর আহত ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় আমতলীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

শনিবার দুপুরে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর আমতলী পৌরসভার বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টার দখল নিয়ে পৌর বিএনপির আহবায়ক কবির ফকির ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর সামসুল হক চৌকিদারের মধ্যে বিরোধ হয়। 

সামসুল হক চৌকিদারের দাবী, তার নামে ইউনিক পরিবহন কর্তৃপক্ষ কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কবির ফকিরের দাবী, তার নামে ইউনিক পরিবহন কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছেন। 

কিন্তু কেউ লিখিত কাউন্টার পরিচালনার কাগজ দেখাতে পারেনি। দু’জনে কাউন্টার পরিচালনার দায়িত্ব পাওয়ার দাবী করলেও গত চারমাস ধরে কবির ফকির পরিচালনা করেছেন। 

এদিকে গত ২৭ জানুয়ারী ইউনিক পরিবহন কর্তৃপক্ষ সামসুল হক চৌকিদারকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব দেয়। এরপর থেকে সামসুল হক চৌকিদার কাউন্টার বুঝে নিতে চাইলেও কবির ফকির তা দেয়নি এমন অভিযোগ সামসুল হক চৌকিদারের। এ কাউন্টার দখল নিয়ে শুক্রবার রাতে আমতলী থানায় বৈঠক হয় কিন্তু পুলিশ সমাধাণ করতে পারেনি। শনিবার সকালে সামসুল হক চৌকিদারের লোকজন কাউন্টার দখল করতে যায়। 

এ সময় কবির ফকিরের চাচাতো ভাই উপজেলা বিএনপির বহিস্কৃত আহবায়ক জালাল ফকিরের দুই ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকিরের নেতৃত্বে তার লোকজন এসে বাঁধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জের ধরে ওইদিন দুপুরে সামসুল হক চৌকিদার ও কবির ফকিরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দু’পক্ষের সংঘর্ষে চৌরাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। 

ঘন্টাব্যাপী দু’পক্ষের থেমে থেমে সংঘর্ষ চলে। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছে। গুরুতর আহত রাহাত ফকির (২৯), ফরহাদ ফকির (৩২), আলী (২৫), সামসুল হক চৌকিদার (৪২), রেজাউল চৌকিদার (৩৫), বেল্লাল চৌকিদার (৩০), আল আমিন (৩৭), মিজানুর (৩৫) শহীদ (২১) বায়েজিদ (২৬) ও মিল্টনকে (৩৮) আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পরপর বটতলা বাসস্ট্যান্ডে পরিবহণ গাড়ীতে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, শনিবার সকালে বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টারের তালা সামসুল হক চৌকিদারের লোকজন ভেঙ্গে ফেলেছে। এ নিয়ে বাসস্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ওইদিন দুপুরে বাঁধঘাট চৌরাস্তায় কবির ফকিরের লোকজন সামসুল হক চৌকিদারের ওপর হামলা চালায়। পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে অনেকজন আহত হয়েছে। ঘটনার অনেক সময় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। 

আমতলী উপজেলা ছাত্রদল আহবায়ক সোয়েব ইসলাম হেলাল বলেন, আমার ভাই বেল্লাল চৌকিদার কোন রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার ব্যবসা প্রতিষ্ঠানে রাহাত ফকির ও ফরহাদ ফকিরসহ তার সহযোগীরা হামলা করে ৮ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। একই সঙ্গে আমার ভাইকে কুপিয়ে জখম করেছে।  

আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক সামসুল হক চৌকিদার বলেন, ইউনিক পরিবহন কর্তৃপক্ষ গত ২৭ জানুয়ারী আমাকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কিন্তু করিব ফকির কাউন্টার জোরপুর্বক দখলে রেখেছেন। আমি এ বিষয়টি পুলিশকে অবহিত করেছি। পুলিশ চেষ্টা করেও কবির ফকিরতে মানাতে পারেনি। শনিবার আমি কাউন্টারে গেলে কবির ফকিরের লোকজন আমার লোকজনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এতে আমিসহ ১০জন আহত হই।

আমতলী পৌর বিএনপির আহবায়ক কবির ফকির বলেন, আমার কাউন্টার সামসুল হক চৌকিদার ও তার লোকজন দখলে করতে যায়। এতে আমার লোকজন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সামসুল হক চৌকিদার ও তার লোকজন আমার দুই ভাইয়ের ছেলেসহ সাতজনকে কুপিয়ে জখম করেছে। 

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাসেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত ৭জনকে চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এমএএসকে/ এসআর

সম্পর্কিত   বিষয়:  বরগুনা   আমতলী  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close