Monday | 27 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 27 October 2025 | Epaper
BREAKING: জামালপুরে অটোরিকশা-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪      সংস্কার নভেম্বরের মধ্যে শেষ করার তথ্য সঠিক নয়      কাদের নিয়ে বিএনপি জোট করবে জানালেন সালাহউদ্দিন      সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা প্রকাশ      জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা      উত্তরা-মতিঝিল মেট্রোরেল চলাচল শুরু      ড্যাফোডিল-সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাংচুর-যানবাহনে অগ্নিসংযোগ       

ঢাবি-বুয়েটকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ে দেশসেরা রাবি

Published : Friday, 31 January, 2025 at 8:49 PM  Count : 451

শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)কে পেছনে ফেলে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অর্জন করেছে রাবি।

প্রতিবছরের মতো এবারও বিশ্বের ২০০টিরও বেশি দেশের ৩১ হাজারেরও বেশি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং–২০২৫ (জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। র‌্যাংকিংটি ২৭ জানুয়ারি প্রকাশ করা হয়।

তালিকা প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত ভূমিকা বিবেচনায় নেয় মাদ্রিদভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১ হাজার ৪২২তম।

এর আগে ২০২৪ সালের প্রথম সংস্করণে (জানুয়ারি) দেশে রাবির অবস্থান ছিল তৃতীয়, এবং দ্বিতীয় সংস্করণে (জুলাই) এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান হয়। এবছর আরও এক ধাপ এগিয়ে শীর্ষ স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

এদিকে দেশের মধ্যে শীর্ষ অবস্থান থেকে ছিটকে অষ্টমে অবস্থান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাদের বৈশ্বিক অবস্থান ১ হাজার ৯৯৫তম। এছাড়া দেশে বুয়েটের অবস্থান দ্বিতীয়, এবং বৈশ্বিক র‌্যাংকিংয়ে তাদের স্থান ১ হাজার ৪৭৪তম।

তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক র‌্যাংকিং ১ হাজার ৭৭০, চতুর্থ অবস্থানে নর্থ সাউথ ইউনিভার্সিটি (বৈশ্বিক র‌্যাংকিং ১ হাজার ৭৮৩), পঞ্চম অবস্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বৈশ্বিক র‌্যাংকিং ১ হাজার ৮১৮), ষষ্ঠ স্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাংকিং ১ হাজার ৯৪২), সপ্তম স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাংকিং ১ হাজার ৯৭০)। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান নবম (বৈশ্বিক র‌্যাংকিং ২ হাজার ২৮৭), এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান দশম (বৈশ্বিক র‌্যাংকিং ২ হাজার ৩৬৭)।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, "এ অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা আমাদের গবেষকদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছি এবং তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে গবেষণাকর্ম করে যাচ্ছেন। এজন্যই আমাদের সফলতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।"


এফএ/আরএন
সম্পর্কিত   বিষয়:  রাজশাহী বিশ্ববিদ্যালয়  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close