যশোরের ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কীর্তিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুস সাকিব (২৭) যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।
আহত ফাহিম বিশ্বাস (২৬) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিকরগাছার নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ মো. রোকনুজ্জামান জানান, শুক্রবার রাতে কীর্তিপুর মোড়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত ফাহিমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।
পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারটির অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। এ ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।
যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী সাকিবের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
এসকে/এমএ