খুলনা নগরীর আড়ংঘাটা এলাকায় আলামিন হত্যার সাথে জড়িত আকাশ হাওলাদার (২১) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত. ম. রোকনুজ্জামান বলেন, গতকাল সোমবার মহানগর গোয়েন্দা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ খুলনা সদর থানাধীন সার্কিট হাউস এলাকায় অভিযান চালায়। অভিযানে আলামিন হত্যাকান্ডে জড়িত আসামি আকাশ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। সে আড়ংঘাটা থানার তেলিগাতির বুচিতলা এলাকার জাহাঙ্গির হাওলাদারের ছেলে।
তিনি আরো জানান, আসামীকে নিবিড় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া জনৈক তপন কুমার দত্ত এর পুকুর থেকে ডুবুরির মাধ্যমে আলামীন হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র ১টি চাপাতি, ১টি বড় ছোরা এবং ১টি মাঝারি সাইজের ছোরা উদ্ধার করা হয়।
মঙ্গলবার গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করলে সে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে।
উল্লেখ্য, গত ৩ আগস্ট ২০২৫ তারিখ রাতে নিহত ভিকটিম আলামিন হাওলাদার মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া এলাকায় পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।
এসএমএস/এসআর