কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় মানব পাচারকালে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বহু মানুষ টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন সৈকতে অবস্থান করছে। এ খবরে সোমবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে মালয়েশিয়ায় পাচারের অপেক্ষায় থাকা মোট ২৮ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগরপথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।
তিনি আরো জানান, অভিযানের স্থানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি। মানব পাচারকারীদের শনাক্ত ও আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এএইচএসইউ/এসআর