লক্ষ্মীপুরের রামগতিতে চাঁদাবাজির অভিযোগে মোঃ তোহিদুল ইসলাম নয়ন নামে এক ছাত্রদল নেতা ও তার দুই সঙ্গীসহ কোস্ট গার্ডের হাতে আটক হওয়ার খবর পাওয়া গেছে। নয়ন আলেকজান্ডার আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহের বাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। অপর ২ সঙ্গীরা হলেন- আলেকজান্ডার আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ ও পৌর ৬নং ওয়ার্ডের আলা উদ্দীনের ছেলে ইকবাল হোসেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার আলেকজান্ডার আসলপাড়া লঞ্চঘাট থেকে তাদের ৩ জনকে আটক করেন কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানান, রাজনৈতিক দলের পরিচয় দিয়ে আলেকজান্ডার লঞ্চঘাটে গিয়ে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের খবর পেয়ে কোস্ট গার্ডের একটি টিম হাতেনাতে তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন লঞ্চঘাটে চাঁদা তোলার কথা স্বীকার করেছে। এবং তার হাতে একটি রশিদ বইও পাওয়া গেছে। তবে লঞ্চঘাটের ইজারার কোন কাগজপত্র দেখাতে পারেনি সে।
রামগতি উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) সফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে নয়ন আলেকজান্ডার লঞ্চঘাটে গিয়ে চাঁদাবাজি করার খবর তারা পেয়েছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা হাতেনাতে তাকে রশিদ সহ আটক করেন। চাঁদা তোলার কথা নয়ন নিজেই স্বীকার করেছে। তাকেসহ তার ২ সঙ্গীয়কে থানায় হস্তান্তর করা হয়েছে।
রামগতি থানার ওসি মোঃ কবির হোসেন বলেন, কোস্ট গার্ডের পক্ষ থেকে নয়ন সহ তিনজনের নামে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
আরএমবি/ এসআর