বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। সারাদেশে নির্বাচনের হাওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে।
তিনি আরো বলেন, সুতরাং আমরা আশাবাদী। কোনো রকম ঝামেলা ছাড়াই ২৬ সালের ফেব্রুয়ারির প্রথম এবং মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী। শুধু আমি নয়, আমার দল বিএনপিও এ বিষয়ে অনেক আশাবাদী।
মঙ্গলবার (২৫ নভেম্ববর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আমি মনে করি যথেষ্ট উপযোগী আছে। এখন আর এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। সেটা হওয়ার সম্ভাবনা নেই। তবে কেউ এমন পরিস্থিতি তৈরী করতে চাইলে বাংলাদেশের জনগণ তাদের রুখে দেবে।
বিএনপি সিনিয়র এ নেতা আরও বলেন, বিএনপির একটা বিশাল রাজনৈতিক দল, নদীর মতো। এখানে একেকটা আসনে ৪/৫টা করে প্রার্থী থাকে। কিছু তো সমস্যা হবেই। এগুলো বরাবরই হয়ে আসছে। এতে কোনো অসুবিধা নাই। এটা হওয়াতেই বোঝা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আর তারপরেও দলের ভেতরের কোন্দল বা সমস্যাগুলো নিরসনে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরো বাকি কিছু সমস্যা সমাধানের বিষয়ে আলাপ আলোচনা চলছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক, এ্যাড. মৃদুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পিপি এ্যাড. আবদুল হালিম, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক তারিক আদনান প্রমুখ।
এ সময় জেলা বিএনপি, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এএ/এসআর