বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট নিয়ে সাধারণ মানুষ এখনও ঠিকমতো বোঝে উঠতে পারছে না।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, “পিআর দেশের মানুষের কাছে পরিচিত নয়। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ কী বোঝায়, তা মানুষ এখনো বুঝতে পারছে না। শেষ মুহূর্ত পর্যন্তও বোঝার সুযোগ পাবে না।”
তিনি আরও বলেন, “গত ১৫-১৬ বছরে একটি ভয়াবহ ও দানবীয় সরকার মানুষের ওপর শাসন করেছে। নিজের লোক ও দলের লোক নিয়োগ করতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে।”
তিনি বলেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম, উলামা, বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে? এত দুর্নীতি করে? কেন আমরা সম্পদ বিদেশে পাচার করে দিই? আমি বুঝতে পারি না। একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ- সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে?
ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।
এসআর