রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে। এর মধ্যে বংশালের কসাইটুলি এলাকায় তিন পথচারী, রাজধানীর মুগদায় এক নিরাপত্তা কর্মী, রূপগঞ্জে এক শিশু, নরসিংদীতে পাঁচজন মারা গেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৭ ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময় সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে মোট ৬০৬ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন।
নরসিংদী
নরসিংদীতে ভূমিকম্পে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন: নরসিংদী শহরের গাবতলী এলাকার দেলোয়ার হোসেন (৩৭) ও তার ছেলে ওমর ফারুক (১১) পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজম আলী ভূঁইয়া (৭৫) পলাশের ডাঙ্গা কাজিরচর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৬৫)শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা (পূর্বপাড়া) গ্রামের ফোরকান (৪০)।
নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে ইট পড়ে দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরের মৃত্যু হয়েছে। নাসির উদ্দিন আতঙ্কে হৃদযন্ত্র বন্ধ হওয়ার কারণে মারা গেছেন। ফোরকান ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে নিহত হন। কাজম আলী ভূঁইয়া মাটির ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন।
ঢাকা
পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন: রাফিউল ইসলাম (সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী) হাজী আব্দুর রহিম (৪৭) মেহরাব হোসেন রিমন (১২)। এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
রাজধানীর মুগদার মদিনা বাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে মো. মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মুগদা থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেওয়াল ধসে ফাতেমা নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় ফাতেমাকে কোলে নিয়ে তার মা পথ দিয়ে যাচ্ছিলেন। ইসলামবাগ ৫ নম্বর ক্যানেলে পৌঁছালে ভূমিকম্প শুরু হয় এবং রাস্তার পাশে ইটের দেওয়াল তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়।
আরএন