ভোলার মনপুরায় অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার দুপুর ৩টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে বিকেল ৪টায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ীরা জানিয়েছেন, শুক্রবার দুপুর ৩টায় কৃষ্ণা স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে রমেস কাঠের দোকান, কৃষ্ণা স্বর্ণের দোকান, তারিকুলের কম্পিউটারের দোকান, রিপনের গার্মেন্টসের দোকান, নাসিমের কাঠের দোকান, সুদাংসুর চালের আড়ত এবং উদ্দ্যবের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আনুমানিক দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে রাব্বি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। আগামীকাল (শনিবার) জেলা প্রশাসক মহোদয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।
এপি/আরএন