রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ২১৫নং বীরকয়া ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নদী পারাপারের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসনের উন্নয়ন প্রকল্প (ইউডিপি) থেকে ৭০ হাজার টাকা বরাদ্দ দিয়ে একটি নৌকা উপহার দেওয়া হয়। গত ২১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে নৌকাটি হস্তান্তর করেন উপজেলা প্রকৌশলী মোঃ মুনছুর রহমান। এতে বিদ্যালয়টিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের নদীপারাপারের ভোগান্তি কিছুটা কমলেও অভিভাবকদের দুঃশ্চিন্তা কমেনি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সরেজমিনে গিয়ে একটি নৌকায় করে ছোট ছোট শিক্ষার্থীদের নদী পারাপার হতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, বীরকয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী প্রতিদিন এই নৌকা যোগে নদী পারাপার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। শিক্ষার্থীদের পাশাপাশি বীরকয়া, লাউবাড়ীয়া ও কাস্টনাংলা এই তিন গ্রামের শতশত মানুষও প্রতিদিন রাণী নদী পারাপারে নৌকাটি ব্যবহার করছেন। ব্রিজ না থাকায় দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর এই দুর্ভোগ। বর্ষা মৌসুমে বিদ্যালয়ের আঙিনায় পানি জমে জনদুর্ভোগ আরও বেড়ে যায় বলে জানায় শিক্ষার্থীরা।
তবে নৌকা উপহার দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। তাঁরা জানান, নৌকাটি পাওয়ায চলাচল আগের তুলনায় সহজ হয়েছে। তবে নৌকাতে করে নদী পারাপার নিয়ে সব সময় শঙ্কায় থাকেন অভিভাবকরা। তাদের দাবি এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করে সমস্যা সমাধান করার।
বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক, লাউবাড়ীয়া গ্রামের শুকুর আলী, মোসলেম আলী ও আমজাদ হোসেনের সাথে কথা হলে তাঁরা তাদের শঙ্কার কথা জানান। তাঁরা সেখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানান।
বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, নৌকাটি পেয়ে ছোট ছোট বাচ্চারাসহ সাধারণ মানুষ উপকৃত হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য একটি ব্রিজ নির্মাণের বিকল্প নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম শিক্ষার্থী পারাপারের জন্য নৌকা বরাদ্দ দেওয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের যাতায়াতকে সহজ করতে আমরা একটি বোট (নৌকা) দিয়েছি। তবে এটি কোন স্থায়ী সমাধান নয়। সেখানে একটি ব্রিজ নির্মাণের ব্যাপারে আমরা সামনের মিটিং এ আলোচনা করবো। যদি আমাদের বরাদ্দ দিয়ে করা যায় করবো, না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে বিষয়টি অবহিত করবো।
এমএএইচ/ এসআর