পাবনার ঈশ্বরদীতে এবার প্রিপেইড মিটার বন্ধ, নেসকোর নির্বাহী প্রকৌশলীর অপসারণ ও ২০১ জন গ্রাহকের নামে মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে 'গণ-অনশন' করেছেন বিদ্যুৎ গ্রাহকেরা।
রোববার বেলা ১১ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত চার ঘন্টাব্যাপী এ অনশণ কর্মসূচির আয়োজন করে 'ঈশ্বরদী সম্মিলিত নাগরিক জোট'।
ঈশ্বরদী শহরের রেলগেট বাসটার্মিনালে কেন্দ্রীয় শহীদ মিনার গণ-অনশন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ও সমাপ্তি ঘোষণা করেন সম্মিলিত নাগরিক জোটের আহবায়ক মাহবুবুর রহমান পলাশ ও স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব আশিকুর রহমান লুলু।
বিদ্যুৎ গ্রাহকের দাবির প্রতি এসময় সংহতি জানিয়ে গণ-অনশন মঞ্চে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিদেশে থেকে মুঠোফোনে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, প্রবীণ নাগরিক আতিয়ার রহমান, সাহিত্য পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি আজিজুর রহমান শাহীন, সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, শিল্প ও বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, প্রাবন্ধিক অধ্যাপক হাসানুজ্জামান, অনলাইন প্রেসক্লাব সভাপতি রিফাজ বিশ্বাস লালন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুলতান আহমদ বিদ্যুৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুয়াজ বিন মাহমুদ, পাবনা এডওয়ার্ড কলেজের আসিফ ইসলাম জারিফ প্রমুখ।
দুপুর ৩টায় ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান আন্দোলনকারীদের ফলের জুস ও বোতলজাত পানি খাইয়ে গণ-অনশন কর্মসূচি ভঙ্গ করান। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে গ্রাহকদের দাবির প্রতি তার আন্তরিকতা প্রকাশ করে বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করবেন বলে আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা মঞ্চ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা ও অনশন কর্মসূচি স্থগিত করেন।
উল্লেখ্য, প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গেল ২৯ অক্টোবর ঈশ্বরদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করা হয়। এসময় গ্রাহকদের সঙ্গে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বচসাকে কেন্দ্র করে ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়। নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর মামলাটি করেন। প্রতিবাদে ২ নভেম্বর গ্রাহকসহ ২৫ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভায় চার দফার দাবি ঘোষণা দেন। এর প্রেক্ষিতে সোমবার (১০ নভেম্বর) ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়। এ সময় গণ-অনশনের এই কর্মসূচি ঘোষণা করা হয় সম্মিলিত নাগরিক জোটের পক্ষ থেকে।
কেএমএইচ/এসআর