যত দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা করতে পারব, ততই মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা রেডিসন ব্লু হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন–২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, “যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারব, ততই আমাদের মঙ্গল হবে। তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারব। আমি হতাশার কিছু দেখি না।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের চর্চা করতে হবে। আমরা আসলে দুর্ভাগা জাতি—বরাবরই গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি, লড়েছি ও সংগ্রাম করেছি। কিন্তু গণতন্ত্র চর্চা করার কোনো সুযোগ পাইনি। যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।”
তিনি বলেন, “তারা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন এই গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য।”
জাতির উদ্দেশে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, নিঃসন্দেহে আপনাদের অনেকের কাছেই তা গ্রহণযোগ্য মনে হতে পারে। তবে এর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কারও ভিন্নমতও থাকতে পারে। মূল কথা হলো—যত দ্রুত সম্ভব, যেমনটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন দিন।”
আরএন