কর্কট
(২১ জুন - ২০ জুলাই) আত্মীয় বাড়িতে বেড়াতে যেতে পারেন। আয়-রোজগারের দিন। আদায় হবে বকেয়া টাকা। হোটেল, মোটেল আর রেস্তোরাঁ ব্যবসায়ীরা ভালো আয়-রোজগার করতে পারবেন। ধার দেওয়া টাকা আদায় হবে।
সিংহ
(২১ জুলাই-২১ অগাস্ট) দিনটি ভালো যাবে। আয়-রোজগারে হবে অগ্রগতি। ব্যবসায়ীক কাজের ক্ষেত্রে সকলের সাহায্য লাভের আশা। জীবনে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসবে আপনার। আর্থিক অগ্রগতির ক্ষেত্রে সফল হতে পারবেন।
কন্যা
(২২ অগাস্ট- ২২ সেপ্টেম্বর) দিনটি ব্যয়বহুল যাবে। প্রবাসীদের দিনটি কর্মস্থলে সাফল্য লাভের। দূরের যাত্রার যোগ প্রবল। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয় হবে। সাংসারিক কেনাকাটার দিন। বিদেশ থেকে কিছু অর্থ আগমনের আশা।
তুলা
(২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ব্যবসায়ীক ভাবে দিনটি ভালো যাবে। চাকরিজীবীদের বকেয়া টাকা আদায় করার সুযোগ আসবে। বাড়িতে আসবে বড় ভাই-বোন। ব্যবসায়ীদের আশানুরুপ আয়-রোজগারের যোগ। ভুল বোঝাবুঝির হাত থেকে সাবধান হতে হবে।
বৃশ্চিক
(২২ অক্টোবর - ২০ নভেম্বর) চাকরিজীবীদের দিনটি কর্মোন্নতির। বেকারদের নতুন কর্ম লাভের সুযোগ আসবে। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে।
ধনু
(২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) ভাগ্য আপনার সহায় হবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে পারবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অর্থ ব্যয়। আয়-রোজগারের ক্ষেত্রে প্রবাসীরা হবেন লাভবান।
মকর
(২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) আর্থিক ভাবে দিনটি ভালো যাবে না। কিছু টাকা ঋণ করতে হবে। ব্যবসায়ীক প্রয়োজনে ভালো কোনো সংবাদ পাবেন। রাস্তাঘাটে সতর্ক ভাবে চলাফেরা করবেন।
কুম্ভ
(২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) দাম্পত্য ক্ষেত্রে অগ্রগতি হবে। জীবন সাথীর সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমে আসবে। অংশিদারী ব্যবসা-বাণিজ্যে লাভের দিন। জীবন সাথীর সাথে চলতে থাকা ভুল বোঝাবুঝির হবে অবসান।
মীন
(১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) কাজের লোকের সাথে অহেতুক ঝামেলা হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি। গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন। ব্যবসায়ীক ভাবে দিনটি ভালো যাবে না।
আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।