টানা চার সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে হেরে এবার হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় স্বাগতিকরা। সিরিজে শাই হোপের দল এগিয়ে আছে ২-০ ব্যবধানে।
সিরিজে প্রথমবারের মতো টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগের দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোপ। প্রথম ম্যাচে ১৬ রানে জিতেছিল তারা, পরেরটিতে ১৪ রানে। এবার রান তাড়ার চ্যালেঞ্জ নিতে হবে সফরকারীদের।
বাংলাদেশ আগের ম্যাচের দল থেকে চারটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, আকিম অগাস্ট, রোস্টন চেজ (অধিনায়ক), আমির জাঙ্গু (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, গুডাকেশ মোতি, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন ও খারি পিয়েরে।
আরএন