নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে একতা সমবায় সুপার মার্কেট কমিটির ২৭ বছর অনির্বাচিত সভাপতি সুরুজ মিয়া ও তার ছেলে নাসির উদ্দিন হিরার বিরুদ্ধে শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে দেওয়ানবাগ এলাকায় লোপাটকৃত টাকা উদ্ধার ও দোকান মালিকদের হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী দোকান মালিকরা।
বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সম্পাদক হিরালাল দাস, সাবেক কোষাধ্যক্ষ ইসহাক কবির। এসময় উপস্থিত ছিলেন সদস্য আমিনুল হক, মুরাদ হোসেন, ফজলুল করিম, হাজী ইসহাক, মোঃ শফিক, শহীদুল ইসলাম প্রমুখ।
ভুক্তভোগীদের অভিযোগ, ১১৪ শতক জমিতে একতা সুপার মার্কেট নামে একটি মার্কেট গড়ে তোলেন ১০১ জন ব্যবসায়ী। এতে সুরুজ মিয়া ও তার ছেলে নাসির উদ্দিন হিরা কমিটির নির্বাচিতদের নানাভাবে হুমকি দিয়ে মার্কেট দখলে নেয়। এরপর শুরু হয় মার্কেটের অর্থ লোপাট। মার্কেটের সামনে লিজকৃত সরকারি ৪০ শতাংশ জায়গায় ৩০০ দোকান রয়েছে। প্রতি মাসে ভাড়া আদায় হয় ২০ লাখ টাকা। চক্রটি মার্কেট সংলগ্ন ফুটপাতের দোকান থেকে প্রতি বছর হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। প্রতিবাদ করলে চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়। সন্ত্রাসীদের হুমকিতে মালিকরা নিরাপত্তাহীনতা ভুগছে। অন্তবর্তীকালীন সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান।
এসএস/এসআর