জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামের ঝিনাই নদী থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—প্রিক্যাডেট কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম (১১), তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন (৯) ও প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ছয় শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে একজন তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আনার সরকারের বাড়ির ঘাট এলাকা থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
একসঙ্গে তিন শিশুর মৃত্যু ও আরও দুইজনের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। এখন পর্যন্ত তিন শিশুর লাশ উদ্ধার হয়েছে, অপর দুই শিশুর সন্ধানে অভিযান চলছে।”
জেজে/আরএন