জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে এসব কমিটি ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় কমিটিতে জাহিদ আহসান সভাপতি এবং আবু বাকের মজুমদার সাধারণ সম্পাদক হয়েছেন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম এবং সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।
ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে দুটি কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলো পূর্ণাঙ্গ করার কথা উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পাওয়া জাহিদ আহসান পূর্বে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন। জানা যায়, এবারের ডাকসু নির্বাচনে সংগঠনের প্যানেল থেকে প্রার্থী না হওয়ায় পুরস্কারস্বরূপ তাঁকে এই পদ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বাকের মজুমদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তিনি বাগছাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন এবং ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদে প্রার্থী হয়েছিলেন।
ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বাগছাসের মুখ্য সংগঠক ছিলেন। তিনি ডাকসু নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হন। বাগছাসের প্যানেল থেকে ওই পদে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি।
ঢাবি শাখার সাধারণ সম্পাদক আল আমিন সরকার ডাকসু নির্বাচনে বাগছাসের প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন। তিনি বাগছাসের ঢাবি কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে ছিলেন।
আরএন