হাওরের মাছ, জীববৈচিত্র রক্ষায় চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক গ্রীণ কোয়ালিশনের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসনের মাধ্যমে বন ও পরিবেশ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, প্রকৃতি বাঁচাও আন্দোলন নেত্রকোনার সভাপতি তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, সাংবাদিক আলপনা বেগম, সমাজকর্মী মৃনালকান্তি চক্রবর্তী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, জানমা জেলে সংগঠনের সভাপতি যোগেশ চন্দ্র দাস, সেভ দ্যা এনিম্যালস অব সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, শিক্ষার্থী কমা আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হাওর, নদী, জলাশয়ের মাছ ও জলজ বাস্তুতন্ত্র সুরক্ষায় চায়না দুয়ারী জাল বন্ধ করতে হবে। চায়না দুয়ারী জালের কারণে মাছের ও মাছের রেনু পোণার ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরে চায়না দুয়ারী জাল বন্ধের জন্যে প্রশাসনের কাছে জোর দাবী জানান মানববন্ধনকারীরা।
কৃত্রিম উপায়ে মাছ উৎপাদন, বিক্রি, মজুত, ব্যবহার বন্ধের দাবীতে আজকের এই মানববন্ধন। পরে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের বন ও পরিবেশ উপদেষ্টা বরাবরে স্মারকলিস্প্রিদান করা হয়েছে।
এসআইএফ/এসআর