দিনাজপুরের পার্বতীপুরে দীর্ঘদিন যাবত নকলের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে আসছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। সম্প্রতি পরীক্ষা চলাকালে পার্বতীপুর উপজেলার একটি কেন্দ্রে গেলে নকলের মাধ্যমে পরীক্ষা নেওয়ার বিষয়টির সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় ওই কেন্দ্র বাতিলের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পার্বতীপুর উপজেলার খোলাহাটি কলেজ কেন্দ্রে দীর্ঘদিন যাবত স্টাডি সেন্টার (পাঠদান কেন্দ্র) হিসেবে পরিচালিত হওয়ার পাশাপাশি সেখানে পরীক্ষা কেন্দ্র হিসেবেও কার্যক্রম চলছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় নকলসহ নানা অনিয়মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল।
এমন অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার (১৭ অক্টোবর) ইসলামিক স্টাডিজ-৪ পরীক্ষার সময় ওই কেন্দ্রে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় কেন্দ্রের কক্ষে দায়িত্বপালনকারী শিক্ষকদের সামনেই পরীক্ষার্থীদের বই খুলে লেখা, অন্যের খাতা দেখে উত্তর লেখা, এমনকি কেউ কেউ খাতার ওপর বইয়ের পাতা ছিঁড়ে রেখে নকল করে পরীক্ষা দিতে দেখা যায়।
এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে গত ১৯ অক্টোবর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুল্লাহ মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে খোলাহাটি কলেজ কেন্দ্র বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে পার্বতীপুর সরকারি কলেজকে নতুন কেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়া হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত নতুন এ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কলেজ ক্যাম্পাসে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এবং প্রশাসনিক নজরদারিও বাড়ানো হয়।
এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোহাম্মদ ফজলে নিজামী, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, বিশ্ববিদ্যালয়ের দিনাজপুর প্রশাসনিক কর্মকর্তা বেলাল হোসেন, পার্বতীপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবির বাদলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোহাম্মদ ফজলে নিজামী বলেন, “গত পরীক্ষায় খোলাহাটি কলেজ কেন্দ্রে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। বিভিন্ন মিডিয়ায় সংবাদটি প্রকাশ হলে তা আমাদের নজরে আসে। বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে কেন্দ্রটি বাতিল করে নতুন কেন্দ্র নির্ধারণসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুরু থেকেই নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তুলতে বদ্ধপরিকর।”
এএম/আরএন