ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিল যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মালবাহী ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে মহাসড়কের উপর পড়ে যায়। ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিন (৩০) নামের এক যাত্রী নিহত হন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মিনহাজুর রহমান সাকিব (২৪) নামে আরেক যাত্রীর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত আরও কয়েকজন যাত্রী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ফারজানা ইয়াসমিন পাবনার বনগ্রাম এলাকার জুয়েল রানার স্ত্রী এবং মিনহাজুর রহমান সাকিব মাগুরার ঘোষগাতি গ্রামের মতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে। শুক্রবার সকালে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
এসএস/আরএন