এক দিনের জন্য জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) কক্সবাজার সাব-অফিসের প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন কক্সবাজারের কিশোরী আশা। ছোটবেলা থেকেই সমাজে মেয়েদের নিরাপত্তা, শিক্ষা ও নেতৃত্ব প্রতিষ্ঠার স্বপ্ন দেখা এই কিশোরী এখন বাস্তবেই নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন।
১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজন করেছে ‘গার্লস টেক ওভার ২০২৫’ কর্মসূচি। এই বৈশ্বিক উদ্যোগের লক্ষ্য কিশোরীদের নেতৃত্ব বিকাশে সহায়তা করা এবং প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানানো। এর অংশ হিসেবেই কক্সবাজারে এক দিনের জন্য ইউএনএফপিএ’র সাব-অফিস প্রধানের আসনে বসেন আশা।
এ প্রসঙ্গে আশা বলেন, “আপনাদের নেতৃত্ব আমাকে এবং আমার মতো কিশোরীদের বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি চাই এই অভিজ্ঞতা ব্যবহার করে অন্য মেয়েদের নেতৃত্ব ও আত্মবিশ্বাস দিতে, যাতে তারা নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারে, সাহসের সঙ্গে কথা বলতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়।”
তিনি আরও জানান, কিশোরী গ্রুপে যুক্ত হওয়ার পর চাইল্ড-ফ্রেন্ডলি স্পেসে জীবন দক্ষতা বিষয়ক সেশনগুলোতে অংশ নিয়ে তিনি আত্মবিশ্বাস অর্জন করেন। এরপর থেকেই বাল্যবিবাহ রোধ, স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা এবং সহিংসতার শিকার নারীদের পাশে দাঁড়ানোর কাজে যুক্ত হন তিনি।
ইউএনএফপিএ সাব-অফিসের প্রধান রোসেলিদাহ রাফায়েল বলেন, “প্রতিটি মেয়ের অধিকার আছে তার জীবনে নিজের ইচ্ছেমতো পথ বেছে নেওয়ার। তাদের সুরক্ষিত, সম্মানিত ও সমর্থিত করা উচিত, যেন তারা তাদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে পারে। কক্সবাজারের কিশোরীরা—বাংলাদেশি হোক বা রোহিঙ্গা—কোনও সংকট দ্বারা তারা সংজ্ঞায়িত নয়। তারা সংজ্ঞায়িত হয় তাদের দৃঢ়তা, নেতৃত্ব ও সম্ভাবনার কারণে।”
এ বছরও দেশের বিভিন্ন জায়গায় ‘গার্লস টেক ওভার’ কর্মসূচির আওতায় কিশোরীরা প্রতীকীভাবে সরকারি দপ্তর, কূটনৈতিক মিশন ও বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এ বছরের প্রতিপাদ্য ছিল—“The girl I am, the change I lead: Girls on the frontlines of crisis.”
বাংলাদেশে জাতীয় প্রতিপাদ্য: “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।”
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানায়, বাল্যবিবাহ ও অনানুষ্ঠানিক বিবাহ কন্যাশিশুদের সমঅধিকার অর্জনের পথে বড় বাধা। তাই মেয়েদের পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগের আয়োজন করা হয়েছে।
আরএন