মুন্সীগঞ্জের মেঘনা নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় ১২ জন জেলেকে আটক করা হয়েছে। পরে আটকৃতদের ভ্রাম্যমাণ আদালত ৭ দিনের কারাদণ্ড দেন।
বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহ জানান, জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তর, সেনাবাহিনীর সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও নৌ পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে মা ইলিশ সংরক্ষণে নদীতে মাছ ক্রয় ও বিক্রির অভিযোগে ১২ জনকে আটক করা হয়। এ সময় ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কয়েকটি মাদ্রাসা, এতিমখানা ও দু:স্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাশেম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চালানো হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ থাকবে। নদীতে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশনা থাকলেও মুন্সীগঞ্জ সদরের মেঘনার বালুমহালে বালু উত্তোলন থামেনি।
এমএইচ/আরএন