অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রামে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।
সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহযোগিতায়, বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর জননী প্রকল্পের আয়োজনে এবং কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)-এর অর্থায়নে ব্যতিক্রমী এই মেলার আয়োজন করা হয়।
পাটগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে মেলায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আরডিআরএস বাংলাদেশ জননী প্রকল্পের গভার্নমেন্ট রিলেশনস ও কমিউনিটি মবিলাইজেশন অফিসার নাজমুল হুদা ডাকুয়া, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিশ্বনাথ শর্মা, বিসিসি প্রেজেন্টার তাজনীন সুলতানা, কাঞ্চন কুমার শীল, ইউপি সদস্য আশাদুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দেবব্রত কুমার রায় বলেন, “মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে হলে বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং প্রসবের সময় মায়েদের হাসপাতালে বা স্বাস্থ্যসেবাপ্রতিষ্ঠানে নিতে হবে। বউ-শাশুড়ির সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতন করে তোলাই এই মেলার মূল উদ্দেশ্য।”
মেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ফিস্টুলা ও অন্যান্য স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেলায় ছিল: বিনামূল্যে ওষুধ কর্নার, পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা কর্নার।
দিনব্যাপী এই মেলায় বিভিন্ন বয়সী দর্শনার্থীসহ প্রায় দুই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন। বউ-শাশুড়ি মেলায় বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়, যেখানে বউ ও শাশুড়িরা অংশগ্রহণ করেন। খেলায় বিজয়ীদের মাঝে গাছ ও পুরস্কার বিতরণ করা হয়।
এমএইচ/আরএন