Thursday | 23 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 23 October 2025 | Epaper
BREAKING: কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতের, জানালেন প্রধান উপদেষ্টাকে      সেন্টমার্টিন ভ্রমণে মানতে হবে ১২ নির্দেশনা      কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি      আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়েছে: আইনজীবী      বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, চেয়েছে নিরপেক্ষ ভূমিকা: আইন উপদেষ্টা      শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ      নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩৮      

কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৩ দিন বন্ধ

Published : Monday, 20 October, 2025 at 8:47 PM  Count : 82

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর তিন দিন বন্ধ থাকবে। 

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকেই বুড়িমারী স্থলবন্দর ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রীদের যাতায়াত চলছে। তবে (২৩ অক্টোবর) বৃহস্পতিবার থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে। 

সোমবার (২০ অক্টোবর) বিকেলে আমদানি -রপ্তানি কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান।

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ জানান, কালীপূজা উপলক্ষে ২০ অক্টোবর সোমবার থেকে ২২ অক্টোবর বুধবার পর্যন্ত আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

এ বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমসের  সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা কালীপূজা উপলক্ষে ৩ দিন স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে এ সময় আমাদের কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে সকল কার্যক্রম চালু থাকবে।

এমএইচএস/এসআর
সম্পর্কিত   বিষয়:  বুড়িমারী স্থলবন্দর  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close