রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ করেছে দলটি। পরে জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে প্রচারণার অংশ হিসেবে একটি জনসভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম। এরপর আফাজিয়া বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভাকে ঘিরে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাটে সমবেত হন। দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গাড়িযোগে তারা সেখানে আসতে শুরু করেন।
পূর্বনির্ধারিত সভায় অংশ নিতে কারীমুল হাই নাঈম স্পিডবোটযোগে নলচিরা ঘাটে পৌঁছালে তাঁকে স্বাগত জানাতে অসংখ্য নেতাকর্মী সেখানে উপস্থিত হন।
নলচিরা ঘাট এলাকায় মুহুর্মুহু স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কারীমুল হাই নাঈম বলেন, প্রার্থী তো অনেকেই আছেন। তবে মানুষ সেই প্রার্থীকে বেছে নেবে, যে দলের জন্য কাজ করেছে, করে যাচ্ছে এবং সাধারণ মানুষের পাশে থাকবে। আমরা সবসময় দলের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব। হাজারো নির্যাতন-নিপীড়ন সহ্য করেও কখনও পিছিয়ে যাইনি। সারাজীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাব।
ধানের শীষকে বিজয়ী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা সারাদেশে সদস্য নবায়নে কাজ করছি, এবং এই নবায়নের মধ্য দিয়েই দেশে একটি রাজনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব হবে।
টিআই/আরএন