সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থীকে (২৫) ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকেই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার ভোর রাতে, বিকেলে এবং গতকাল রবিবার রাতে ঢাকা, গাজীপুর এবং উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে (৩৭), সহযোগী মিঠু বিশ্বাস (৪৪) এবং অপর সহযোগি বিপ্লব রোজারিওকে (৪০)। এদের মধ্যে সোহেল রোজারিওকে রাজধানী ঢাকার তেজগাঁও থানার তেজকুনিপাড়া থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি), ধর্ষণের সহযোগী মিঠু বিশ্বাসকে গাজীপুর জেলার কালিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ অপর সহযোগি বিপ্লব রোজারিওকে উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওসহ তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-১৯) দায়ের করেন। এরপর থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসামীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে আসছিলো।
মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। বাসায় গিয়ে দেখেন, তাঁর মা বাসায় তালা দিয়ে পাশের এক চা-দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে চা-দোকানির কাছ থেকে চাবি নিয়ে ফেরার পথে সোহেল রোজারিও মদ্যপ অবস্থায় তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছু দূর যাওয়ার পর সোহেলের সঙ্গে মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও এর দেখা হয়। এরপর তাঁরা তিনজন মিলে ওই শিক্ষার্থীকে অনুসরণ করতে থাকেন। সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল রোজারিও তরুণীকে তাঁর নিজ বাড়িতে নিয়ে যান। পরে অপর দুই আসামির সহযোগিতায় সেখানে তরুণীকে ধর্ষণ করা হয়। এ বিষয়ে কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ঘটনার পর থেকে প্রধান অভিযুক্তসহ অন্য দুই আসামি পলাতক ছিলেন। জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ও সাভার মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে মিঠু বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে র্যাব-৪ এর একটি দল সোমবার বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণের ঘটনায় সহযোগি আসামি বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করেছে র্যাব।
ওএফ/এসআর