দেশব্যাপী চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে এবং সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় মহানগরীর ডাকবাংলাস্থ সোনালী চত্বর থেকে মিছিল শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ শিক্ষক ফেডারেশন খুলনা মহানগর ও জেলা শাখা এ কর্মসূচির আয়োজক।
শিক্ষক ফেডারেশন নগর সভাপতি অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক ফেডারেশনের সদর থানা সভাপতি অধ্যাপক নুরুজ্জামান তুহিন ও মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের নগর সেক্রেটারি মো. মাহিনুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন: মাদ্রাসা শিক্ষক পরিষদ নগর সেক্রেটারি অধ্যক্ষ নাজমুস সউদ, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ নগর সভাপতি মো. হারুনুর রশীদ, কলেজ শিক্ষক পরিষদ নগর সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম, কারিগরি শিক্ষক পরিষদ নগর সভাপতি অধ্যক্ষ খাইরুল ইসলাম, অধ্যক্ষ মুজিবুর রহমান, রূপসা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল্লাহ, বাগমারা আল আকসা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা কামাল হুসেইন, তিলক সিদ্দিক-ই আকবর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, তিতুমীর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুস আলী, মাদ্রাসা শিক্ষক পরিষদ খুলনা জেলা সভাপতি মো. আজিজুল হক, ফুলতলা আহমদিয়া ফাজিল মাদ্রাসার মো. ওবায়দুল্লাহ, সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, তেরখাদা উপজেলার শিক্ষক মাওলানা আব্দুল মালেক, বাগমারা আল আকসা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা আজগার আলী, পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাতেম শেখ, সহকারী শিক্ষক মো. ফেরদৌস আলী, বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. এ. ওহাব বুলবুল, প্রমুখ।
সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএস/আরএন