জামায়াতের রাজনীতি ধান্দাবাজি ও ভাঁওতাবাজির ওপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ বাজারে উপজেলা তাঁতীদল আয়োজিত বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের দু’জনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছিলেন। অথচ আজ তারা তা অস্বীকার করছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূ মন্তব্য করছে। তাদের রাজনীতি মূলত ভাঁওতাবাজি।
কর্মশালায় সিরাজদিখান উপজেলা তাঁতীদলের আহ্বায়ক শাহ্ আলম হাওলাদারের সভাপতিত্বে এবং তাঁতীদলের সদস্য সচিব মোঃ সজিব হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি আশরাফ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন গাজী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, উপজেলা বিএনপির সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এনইউ/আরএন